মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান,
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া
বাজার এলাকা থেকে বেগুনের বস্তার মধ্যে রাখা ৩শ ৫০ বোতল ফেনসিডিল সহ
পিকআপ চালক জিনারুল ইসলাম (৪৫) কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
আটকৃত জিনারুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার হাবাশপুর
গ্রামের ইমান আলীর ছেলে।
লালপুর থানা অফিসার (ওসি) আবু ওবায়েদ জানান, গোপন সংবাদের
ভিত্তিতে লালপুর থানা পুলিশ এস আই স্বাধিন মিয়ার নেতৃত্বিতে
পুলিশের একটি দল উপজেলার ওয়ালিয়া বাজারের ভুটভুডি স্ট্যান্ডে অভিযান
চালায়। এই সময় পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৮-৫২৫২) ভর্তি বেগুনের বস্তায়
তল্লাশি করে ৩শ ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পিকআপ সহ চালককে
লালপুর থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।