সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত দুদকের গণশুনানীতে মাদক বিরোধী অভিযোগ
করার দায়ে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলা চালিয়েছে একদল
মাদক ব্যবসায়ী। গত বুধবার রাতে পৌর সদরের আইকবাড়ি পাড়কোলা গ্রামে এ
ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক আবুল বাশার বাদী হয়ে শাহজাদপুরের পৌর
মার্কেটের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক সরকার সহ ৮ নাম উল্লেখ করে আরো
অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনের ৪ ধারায় শাহজাদপুর থানায়
একটি মামলা দায়ের করেছেন। এ মামলার ৪ আসামীকে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল
থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, দ্বারিয়াপুরের জাহাঙ্গীর আলমের ছেলে
বাবু হোসেন (২৭), একই এলাকার আব্দুর রউফ শেখের ছেলে সবুজ শেখ (২৮),
ইসলামপুর রামবাড়ি এলাকার রজব শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও শেরখালি এলাকার
আব্দুস সালামের ছেলে আল মামুন (২৭)। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার
দুপুরে জেল হাজাতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাদপুরের সাংবাদিক সহ সর্ব
মহলে তীব্র ক্ষোভ ও অসন্তষ সৃষ্টি হয়েছে। মামলা সূত্রে জানাযায়, শাহজাদপুর সংবাদ
ডট কমের প্রধান সম্পাদক, মুক্তিযোদ্ধা আবুল বাশার গত ১১ জানুয়ারি বুধবার
শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানীতে মাদক দ্রব্য অধিদপ্তরের
নানা অনিয়ম দূর্ণীতি ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ জের ধরে
শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী
সন্ত্রাসী ওইদিন রাতেই তার পৌর সদরের আইকবাড়ি পাড়কোলা গ্রামের বাড়িতে
হামলা চালায়। এ হামলা কালে দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিয়ে অল্পের জন্য হামলাকারীদের
হাত থেকে আবুল বাশার ও তার স্ত্রী প্রাণে বেচে যান। এ হামলার সময় পুলিশ ৪
হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ
রেজাউল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ওই মামলার এ জাহারভূক্ত ৪
জনকে গ্রেফতার করা হয়েছে। মানিক সরকার ও অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশ
জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় শাহজাদপুর সহ জেলায় কর্মরত সাংবাদিকরা
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।