মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান,
নাটোরে বিপুল পরিমান টাইম বোমা তৈরীর সরঞ্জাম, ৪টা পিস্তল, ৬টি
ম্যাগজিন, ১৭রাউন্ড গুলি সহ জঙ্গী সংগঠনের ৩সদস্য কে আটক করেছে বগুড়া
গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। শুক্রবার রাতে সদর উপজেলার চাদপুর
এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, সম্প্রতি বগুড়ায়
এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। গ্রেফতারকৃত
ওই জেএমবি সদস্যের স্বীকারোক্তি অনুয়ায়ী শুক্রবার রাতে সদর উপজেলার
চাদপুর গ্রামের ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় বগুড়া ডিবি
পুলিশের একটা বিশেষ দল। এসময় ফজলুর রহমানের বাড়ি থেকে ৪টা পিস্তল,
৬টি ম্যাগজিন, ১৭রাউন্ড গুলি এবং টাইম বোমা বানানোর বিপুল পরিমান
সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ফজলুর রহমান সহ ৩ জনকে। বাকি
দুই জনের নাম জানা যায়নি। আটক ফজলুর রহমান চাদপুর গ্রামের মোতালেব
প্রামানিকের ছেলে। তবে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে, আটককৃতরা
জঙ্গী সংগঠনের সদস্য। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর
রেঞ্চর ডিআইজি খুরশিদ হোসেন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয়
তালুকদার।
এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, বিশ্ব
ইজতেমায় নাশকতা করতে জঙ্গী গোষ্ঠিরা জড়ো হচ্ছিল। কিন্তু পুলিশের
নজরদারীতে থাকার কারনে বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম ও অস্ত্র সহ
তাদের আটক করা সম্ভব হয়েছে।