বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
কারিগরি ক্যাটাগরিতে নাটোর জেলার শীর্ষে বাগাতিপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।
কারিগরি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শরীফ উদ্দিন আহম্মেদের হাতে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা
ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এন এস কলেজ অডিটোরিয়ামে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে
রোববার অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা প্রশাসক শাহিনা খাতুন এ পুরস্কার তুলে দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) কাজী আতিয়ুর রহমান, এডিসি (রাজস্ব)
মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।