ইখতিয়ার উদ্দীন আজিতলা পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাটিকাটা রওশন
আরা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিহাড়া ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ড আ.লীগের
সোহরাব আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির
বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শহিদুজ্জামান সরকার বাবলু এমপি। বিশেষ অতিথিরা বক্তব্য
দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা
আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার,
শিহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুণ),
নির্মইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিহাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি
সাজেদুর রহমান বিপুল সহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ, অত্র গ্রামবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-
শিক্ষার্থী এবং অভিভাবকরা।