চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদ আর নেই। তিনি আজ মঙ্গলবার
(১৭-১- ১৭) সকাল সাড়ে ৮ টায় বরিশাল বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)। এসময় তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩
মেয়ে রেখে যান। তার বড় মেয়ে শারমিন সুলতানা আসমা বরগুনা সদর উপজেলা পরিষদের (মহিলা) ভাইস
চেয়ারম্যান। গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে জাফরুল হাসান ফরহাদকে বরিশাল বারডেম
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। বরগুনার
আবুল হোসেন ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ
সদর উপজেলার খাজুরতলা গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করেছেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,
জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলেয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক
জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ ও
বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মাননু প্রমূখ। মরহুম জাফরুল হাসান
ফরহাদ ১৯৮৮ সালে জাতীয় সংসদের সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এবছর জেলা
পরিষদের চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন। জাফরুল হাসান ফরহাদ’র পিতা বিশিষ্ট শিক্ষাবিদ
আলহাজ মো. ফজলুর রহমান মাস্টার জেলার প্রথম গ্রাজুয়েট ছিলেন।