সিংড়া (নাটোর) প্রতিনিধি:
অজ্ঞাতনামা হত্যার রহস্য উৎঘাটন ও সর্বোচ্চ গ্রেফতারের উপর মনোনিত হয়ে
রাজশাহী রেঞ্জের বিভাগীয় শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেয়েছেন নাটোরের সিংড়া
থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত দাস। গতকাল বিকেলে রাজশাহী রেঞ্জের
সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ খরশেদ আলম
এই সম্মাননা প্রদান করেন। এসময় রাজশাহী রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি
নিশারুল আরিফ, রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার সহ অন্যান্য
অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, ২০১৬ সালের
সর্বোচ্চ গ্রেফতার ও অজ্ঞাতনামা হত্যার রহস্য উৎঘাটনের জন্য এই সম্মাননা
দেয়া হয়েছে। এই গৌরব সিংড়া থানার সকলকে আরো উৎসাহিত করবে।