আতিকুর রহমান কাযিন, কটিয়াদী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মালিকখালী বাজারের পশ্চিম দিকে জন সাধারনের চলাচলের জন্য উন্মুক্ত সরকারী জায়গায় রাস্তা দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভূমিদুস্যু আব্দুল কাদির নামে এক ব্যক্তি সরকারী ওই জায়গা দখল করে দোকান ঘর নির্মান করেন বলে অভিযোগ করছে এলাকাবাসী। রাস্তাটি বন্ধ থাকায় নির্মিত দোকান ঘরটি উচ্ছেদ করে রাস্তা উদ্ধারের দাবিতে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১৭৩ জনের স্বাক্ষর করা একটি লিখিত আবেদন করেছে এলাকাবাসী। এ ব্যাপারে জানতে চাইলে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি, তিনি আরো বলেন সরকারী হালট জবর করে কেউ দোকান ঘর নির্মান করে থাকলে তা উচ্ছেদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হ