ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্যাহ বি.কমকে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে গতকাল রাত্রে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অবিলম্বে অপরাধীদের চিহিৃত করে বিচারের আওয়াতায় আনার দাবী জানান। ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমির উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক তপনের পরিচালনায় প্রতিবাদ সভায় করিম উল্লাহ বি.কম ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, জেলা দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, ফাজিলপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ ও সহ-সভাপতি মো: ইব্রাহীম ভূঞা, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক, ছনুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ ভূঞা ও সাইফুল ইসলাম পাটোয়ারী, সাবেক সভাপতি মরণ মজুমদার প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সী, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন নাসিম, সদর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শামীম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, করিম উল্যাহ বি.কমের উপর হামলার খবরটি ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন হাজারী তাকে জানিয়েছেন। খবর শুনার সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন এলাকার নারী-পুরুষ তাকে উদ্ধার করেন। তখন তিনি উত্তেজিত জনতার উত্তেজনা দেখে নিজাম হাজারীকে জানান। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চায়। কিন্তু নিজাম হাজারী বলেন তা করতে দেয়া যাবে না। তখন তিনি বলেন যদি আমাদের দলের কেউ হয় তাহলে কি হবে। নিজাম হাজারী বলেন তিনি নিজে বিচার করবেন। অপরাধীদের কোন ক্ষমা হবে না।