সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ তাড়াশ রিপোর্টার্স
ইউনিটির দ্বি-বার্ষিক মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা
হয়েছে। শুক্রবার সকালে তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এম.
মামুন হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে
উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে মির্জা ফারুক আহমেদ (যায়যায়দিন)
সভাপতি ও আব্দুল বারী খন্দকার ( ভোরের দর্পন) কে সাধারন সম্পাদক করে ৯
সদস্য বিশিষ্ট ২ বৎসর মেয়াদি কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির
অন্যান্য সদস্যরা হলো- মো: শাহজাহান আলী (সংগ্রাম) সহ-সভাপতি, মো:
মাহমুদ আলী বাবু ( ভোরের পাতা) যুগ্ন-সাধারন সম্পাদক, মো: সোহেল
রানা ( সোনালী সংবাদ) সাংগঠনিক সম্পাদক, এম মাসুমবিল্লাহ ( যমুনা
প্রবাহ) কোষাধ্যক্ষ, মো: সাইদুর রহমান ( ঢাকার ডাক) সাহিত্য ও প্রচার
সম্পাদক এবং কার্যকরি সদস্য এম. মামুন হুসাইন ( ভোরের কাগজ),
মির্জা আব্দুর রব বুলবুল ( ভোরের ডাক)।