দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষার মানোন্নয়ন ও
আইসিটি বিষয়ক এক মতবিনিময় সভা স্থানীয় আমেনা-বাকী রেসিডেন্সিয়াল
মডেল স্কুল ও কলেজে চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এবি ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগের
উগ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান), বিশেষ অতিথি
হিসেবে ঢাকা ল্যাব এইডের অর্থপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর এম
আমজাদ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.
মনসুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্য নজরুল ইসলাম খান বলেন, শিক্ষা হল জীবনের প্রস্তুতি।
এর জন্য প্রযোজনীয় জ্ঞান, দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া
ব্যক্তি ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। পরবর্তী প্রজম্মকে প্রতিষ্ঠিত করতে
কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েই
শিক্ষার্থীদের মানসম্মত, সামাজিক, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে
শিক্ষাদান করতে হবে। উপজেলায় মাধ্যমিকের ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮০
টি প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করায়
সন্তোষ প্রকাশ করেন।