গেলো বছরের চে’ বেশি শ্রমিক রপ্তানি হবে মালয়েশিয়ায়। বললেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।
শুক্রবার মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গেলো ২০১৬ সালে সারাবিশ্বে বাংলাদেশ থেকে যত জনশক্তি রপ্তানি হয়েছে, এ বছর শুধু মালয়েশিয়াতেই তার চে’ বেশি শ্রমিক রপ্তানি হবে। আমরা সেই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার পর জনশক্তি রপ্তানির দুয়ার উন্মুক্ত হলো।
তিনি বলেন, চলতি সপ্তাহ থেকে অনলাইনে মালয়েশিয়ায় ম্রমিক রপ্তানির প্রক্রিয়া শুরু হবে। এরইমধ্যে ছয় হাজার শ্রমিকের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করা হয়েছে। এ মাসেই আরো ৫০ হাজার কাগজপত্র সত্যায়ন হবে।