ফেনী জেলা জাতীয় যুব সংহতির সম্মেলন শনিবার বিকালে শহরের জহির রায়হান হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে
প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটির প্রেসিডেয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ রেজাউল গণি পলাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক আলমগীর শিকদার লোটন।বিশেষ অতিথি ছিলেন জাতীয় পাটির চেয়ারম্যানের প্রচার- প্রকাশনা উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পাটির আহবায়ক
রিন্টু আনোয়ার,বিশেষ উপদেষ্টা নাজমা আক্তার,ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু,হাজী মোঃ ইলিয়াছ এমপি,দিদারুল ইসলাম দিদার, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা,জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ,সদস্য ইকবাল আলমগীর ও ফেনী জেলা সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম।সম্মেলন পরিচালনা করেন জাতীয় যুব সংহতির ফেনী জেলা সদস্য সচিব আবুল মনসুর নয়ন।সম্মেলন শেষে রেজাউল গণি পলাশকে সভাপতি ও আবুল মনসুর নয়নকে সাধারন সম্পাদক ও গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়।