এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার দুপুরে আইসিটি প্রশিক্ষনার্থীদের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনে প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সমাপনি ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে এসিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম হাওলাদার, সাংবাদিক শামীম আহসান মল্লিক। সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষক লিপিকা রানী মিস্ত্রি, এনামুল কবির ও প্রশিক্ষার্থীদের পক্ষে সাংবাদিক মোঃ মেহেদী হাসান। আলোচনা শেষে ১১ তম ব্যাচের প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২৪ জন প্রশিক্ষার্থী অংশগ্রহন করেন।