এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর
কবিরহাট উপজেলায় মনু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুই
শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা
হয়েছে। দুপুরে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব
রাজুরগাঁউ গ্রামে মহুরম মনু মিয়ার নিজ বাড়ীতে স্থানীয় এলাকার
দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে মহুরম মনু
মিয়ার জন্য আয়োজিত মিলাদ ও কুলখানিতে এলাকার বিপুল সংখ্যক
মানুষ অংশগ্রহণ করেন। মনু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি
আলহাজ্ব আবুল বাশারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন,
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো.
আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কবিরহাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী
লিঠন, উপজেলা কৃষকদলের সভাপতি ওবায়দুল হক আজাদ, সুন্দলপুর
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম। এসময় উপস্থিত
ছিলেন, চট্টগ্রামের চাঁনগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক
আনোয়ার হোসেন লিপু, চাঁনগাঁও থানা যুবদলের যুগ্ম সম্পাদক
মো. বখতিয়ার, সুন্দলপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক
আলমগীর হোসেন বাবুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.
হেলাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল কানন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি কবিরহাটের বিশিষ্ট সমাজসেবক মনু
মিয়া ইন্তেকাল করেন। মহরুমের স্মরণে তাঁর ছেলে আলহাজ্ব আবুল বাশার
এ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেন।