ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে স্থানীয় খাইয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম।ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক।
ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আবদুল মতিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগে সভাপতি মোঃআলাউদ্দিনমওছাত্রলীগসভাপতি গোলাম মোঃ জিলানী।
সভার শুরুতেই জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইমন কোরআন তেলাওয়াত করেন।