মহিনুল ইসলাম সুজন, প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর জলঢাকায় -১৫ দিনব্যাপী বালিকা অনুর্ধ ১৫ ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার বিকেলে ল্যাম্ব – প্লান পার্টনারশিপের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় আইএম পাওয়ার প্রজেক্টের আওতায় এই প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্হার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার, হাফিজুর রহমান, আবেদ আলী, ল্যাম্বের ইউএফ মোস্তাফিজার রহমান লেবু ও বিউটি বেগম এডমিন অফিসার বজলুর রশীদ । ১৫ দিনব্যাপী প্রশিক্ষন পরিচালনা করছেন দেশের প্রখ্যাত ফুটবলার ও শিক্ষক সন্তোষ রায়। প্রশিক্ষণ সহকারী হিসেবে আছেন জলঢাকার ফুটবলার দিলীপ রায় ও মুকুল।