মো:নুরুজজামান,থানা প্রতিনিধি,ঢাকা:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ইনাম আহমেদ চৌধুরী বলেন, বছরের পর বছর চলে গেল আজো সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর কোন খবর পাওয়া গেল না। যারা মানুষ গুম করে তারা কখনো গণতন্ত্র দিতে পারে না। তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার সর্বক্ষেত্রে মিথ্যাচার করছে। তারা এদেশের গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছে। এই সরকার ভুলে গেছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শহীদ জিয়ার সূর্য সৈনিকেরা রয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে ২৭ জুন সোমবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনের সভাপতি এ.কে.এম রিপন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আইনুল হক রেজা, সহ সভাপতি এড. এম. এ সালেহ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার আলম খান, কামরুজ্জামান, ওলিউর রহমান অলি, শেখ নিজামউদ্দিনসহ প্রমুখ।
আলোচনা শেষে এম. ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন ঈদের আগে তাদের পরিবারের কাছে ফিরে আসার প্রার্থনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।