কলকাতায় কলাকার অ্যাওয়ার্ডের এ বছরের আসরে দাপট দেখাল শাকিব খানের চলচ্চিত্র ‘শিকারি’। গত রোববার আনুষ্ঠানিকভাবে সেরা ছবি হিসেবে নাম ঘোষণা করা হয় যৌথ প্রযোজনার এই ছবির। এই ছবি দিয়ে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারটিও পেয়ে গেছেন শ্রাবন্তী। এ বিষয়ে সহজাতভাবেই নিজের উচ্ছ্বাসের পাশাপাশি বাংলা ছবির উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশাবাদ জানিয়েছেন শাকিব।
এ বিষয়ে নায়ক শাকিব খান বলেন, ‘দেব বা জিতের সঙ্গে আমাকে নিয়েও ভাবতে হচ্ছে কলকাতাবাসীর। আমার কাছে অবশ্যই ভালো লাগছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, বাংলা চলচ্চিত্রে আমরাই সেরা। কলকাতার অনেক মানুষ বাংলাদেশ থেকে গেছেন। তাঁরা আমাদের ছবি নিয়মিত দেখেন। এ ছাড়া ইউটিউবে দর্শক আমাকে চেনেন। কিছু স্টেজ অনুষ্ঠানে গিয়ে আমি তো নতুন ধারণা পেলাম, এ বাংলায় আমার যথেষ্টই পরিচিতি রয়েছে। কলকাতায় একটি মাত্র ছবি মুক্তি পাওয়ার পর সেটি সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে। আগামীতে আমরা আরো ভালো কিছু করব।’
শাকিব খান আরো বলেন, ‘আমি মনে করি, আমাদের আরো উৎসাহ দেওয়া উচিত। অনলাইনে পড়েছি, আমি নাকি কলকাতার প্রেমে পড়েছি। আসলে প্রেমে পড়ার কিছু নেই। আমি দুই বাংলায় একই সঙ্গে কাজ করছি। ক্রিকেটার সাকিব আল হাসান যখন কোনো দেশে খেলতে যান এবং সেখানে ভালো খেলেন, তখন আমরা তাঁর প্রশংসা করে থাকি। তাহলে চলচ্চিত্রের একজন সুপারস্টার হয়ে আমি কেন বাইরের দেশে গিয়ে কাজ করতে পারব না!’
‘বাংলাদেশে ভালো টেকনিশিয়ান নেই’—এ রকম মন্তব্য করে কয়েকজন পরিচালক শাকিবকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ না করার বিষয়ে ঘোষণা দিয়েছেন, এমন খবর বেশ চাউর হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান বলেন, ‘একেবারেই মিথ্যা কথা, আমি কোথাও এমন কথা বলিনি। যাঁরা শুনেছেন, তাঁরা ভুল শুনেছেন। আমি আজ সুপারস্টার এ কারণেই যে এই ইন্ডাস্ট্রি আমাকে তৈরি করেছে। এখানে যাঁরা কাজ করেন, তাঁদের কাছ থেকেই আমি কাজ শিখেছি। এখন কলকাতা আমাকে নিচ্ছে সুপারস্টার হিসেবে। যাঁরা আমাকে তৈরি করেছেন, তাঁদের কেন আমি খারাপ বলব!’
বাংলাদেশের টেকনিশিয়ান নিয়ে ইদানীং নাকি তিনি কাজ করতে চান না, এমন অভিযোগ বা গুজবও ছড়িয়েছে। এ বিষয়ে শাকিব বলেন, “এসব আসলে যে যার মন মতো বলে যাচ্ছে। এখন আমি ‘অহংকার’ শিরোনামে আমাদের যে ছবিটি করছি, সেটির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন স্যার, সঙ্গে কাজ করছেন বাংলাদেশের সব টেকনিশিয়ান। আমি কি কোথাও বলেছি যে আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই না? ঠিকই তো কাজ করছি! তবে আগে আমি শুধু লোকেশনে গিয়ে শুটিং করে চলে আসতাম। এখন আমি সব বিষয়ে খবর রাখি। দিন শেষে আমার নামে তো ছবিটি মুক্তি পাবে। দর্শক আশা নিয়ে হলে যাবে ভালো ছবি দেখার জন্য আর গিয়ে হতাশ হয়ে ফিরে আসবে, এটি আমি এখন আর হতে দিতে পারি না। সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই। ভালো চলচ্চিত্র নির্মাণ করলেই আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে।”
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। এতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী। ছবিটি গত রোজার ঈদে মুক্তি পায়। কলকাতায় মুক্তি পায় আগস্ট মাসে।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন কলকাতার জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা সানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।