চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ৫০ যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাডুবি ঘটেছে। এতে রিনা দাশ নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাত সাড়ে ৭টার দিকে নদীর ১১ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি কর্ণফুলীর দক্ষিণপাড়ে যাচ্ছিল। দুইশ’ গজের মতো যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও অনেকে এখনো নিখোঁজ আছেন।
ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।