দিনাজপুরে বাসের স্টাফ কর্তৃক দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থীকে মারধর করায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে চিরিরবন্দর থেকে দিনাজপুর সরকারী কলেজের ২ শিক্ষার্থী সোহাগ এন্টারপ্রাইজ নামে একটি বাসে করে দিনাজপুরে আসছিল। এ সময় বাসের ভাড়া হিসেবে তাদের নিকট থেকে ১৮০ টাকা চাওয়া হয়। কিন্তু বাসভাড়া মাত্র ৮০ টাকা বলে জানালে শিক্ষার্থীদের সাথে বাসের স্টাফদের কথা কাটাকাটি হয়। পরে বাসটি দিনাজপুর মির্জাপুর কেন্দ্রীয় টার্মিনালে আসলে বাসের চালক বুলুর নির্দেশে সাজু নামে এক ছাত্রকে বেধে রেখে মারধর করা হয়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে বিকেল ৪ টা থেকে দিনাজপুর সরকারী কলেজের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করে।
পরে পুলিশ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিচারের আশ্বাস দিলে বিকেল সোয়া ৫ টার দিকে অবরোধ প্রত্যাহার করে। তবে বিচার না হলে আবারও আন্দোলনের হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।
এ দিকে দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।