অনলাইন ডেস্কঃ
বিএনপির আন্দোলন করা হবেনা। তাদের দল গুছিয়ে চাঙ্গাও হবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগের পথ সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন শুকিয়ে মরাগাঙ্গে পরিণত হয়েছে। তাদের আন্দোলনে এখন আর জোয়ার নেই। কারণ দলের নেত্রীই জানেন না কখন আন্দোলন করবেন। তিনি একবার বলেন ঈদের পর, কখনও রোজার পরে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন আর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয় বরং বাংলাদেশ নালিশ পার্টি। ঘরে বসে সরকারের বিরুদ্ধে খালেদার যত নালিশ। কখনো সার্চ কমিটি নিয়ে, কখনো নির্বাচন কমিশন, আবার কখনো সরকারের কর্মকাণ্ড নিয়ে নালিশ।