দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা দুইদিন বন্ধের পর আজ শনিবার (২৮শে জানুয়ারি) ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গত বৃহস্পতিবার ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরে বাণিজ্য শুরু হয়।
এদিকে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: