আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ওই উপজেলার নেকমরদ এলাকা
থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন: নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃত ইউসুফ আলীর
ছেলে মহসিন আলী (৩৭) ও নেকমরদ চৌরাস্তা এলাকার মৃত শামসুল
হকের ছেলে ইকবাল হোসেন (৪৭)। এদের ২ জনের কাছ থেকে ৩০
পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও
ডিবি পুলিশের এসআই মোয়াজ্জেম, এসআই রফিক ও এসআই
আবুল বাশারের নেতৃত্বে একটি দল রাণীশংকৈল উপজেলার নেকমরদ
এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মহসিন আলী ও
ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের শরীরে তল্লাশী
চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম
বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।