শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার কোর্ট হাজত থেকে
জেলহাজতে পাঠানোর সময় কৌশলে মো. শাকিল মিয়া (২৫) নামে এক মাদক
ব্যবসায়ি পালিয়ে গেছে। শাকিল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার চর
কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনাটি
ঘটলেও তা চাপা রাখা হয়। বুধবার রাতে বিভিন্ন সুত্র থেকে বিষয়টি
প্রকাশ হয়ে পড়ে। ফলে পুলিশ আসামি পালানোর ঘটনাটি স্বীকার করতে
বাধ্য হয়।
পুলিশ সুত্র জানায়, মাদক ব্যবসার দায়ে মো. শাকিল মিয়াকে গাইবান্ধার
পলাশবাড়ি থানা পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। ওইদিনই তাকে গাইবান্ধার
আদালতে পাঠানো হয়। শাকিলকে অন্য বিভিন্ন মামলার ৩২ জন আসামির
সাথে জেলহাজতে পাঠানোর জন্য গাড়িতে উঠানোর সময় সে কৌশলে
পালিয়ে যায়। পুলিশের একটি সুত্র জানায়, এই পালিয়ে যাওয়ার ঘটনায়
গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার জন্য সংশিষ্ট পুলিশ
সদস্যদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, কর্তব্য অবহেলার দায়ে পুলিশের
সংশিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।