ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো ট্রাম্প প্রশাসন। ফলে ইরানের ১৩ নাগরিক এবং ১২ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বাণিজ্য করতে পারবে না। শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়েছে।
নতুন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে সতর্ক করে টুইট করার একদিন পর দেশটির রাজস্ববিভাগ এই নিষেধাজ্ঞা আরোপ করলো।
রাজস্ব বোর্ডের এই নিষেধাজ্ঞায় বলা হয়, ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরান পরমানু কর্মসূচি স্থগিত রাখার কথা। কিন্তু দেশটি চুক্তি ভেঙ্গে সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তাই ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর আগে এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালিয়ে ইরান আগুন নিয়ে খেলছে। সাবেক প্রেসিডেন্ট ওবামা দেশটির প্রতি দয়ালু ছিলেন।
এদিকে ইরান বলছে, ওবামা প্রশাসনের সঙ্গে করা পরমানু চুক্তির কোনো শর্ত ভঙ্গ হয়নি। ট্রাম্প প্রশাসনের এমন নিষেধাজ্ঞায় তারা ভীত নন