জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও)থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের
ঐতিয্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা
নির্বাচন কর্মকর্তা ইকরামুল হক। এতে ৩য় বারের মতো সভাপতি ও
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহের এলাহী (দৈনিক
ইত্তেফাক) ও জয়নাল আবেদীন বাবুল (দৈনিক করতোয়া)। এছাড়াও অন্যান্য
পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি- হাফিজুল ইসলাম(দৈনিক
সংগ্রাম),মোকাদ্দেস হায়াত মিলন(দৈনিক সমকাল),কাজী নুরুল
ইসলাম(প্রথম আলো), সহ সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়(আমাদের
সময়),অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ(যুগান্তর),সাংগঠনিক সম্পাদক
তারেক হোসেন(মানবজমিন),দপ্তর সম্পাদক মনসুর আলী(দৈনিক
খবরপত্র),ক্রীড়া সম্পাদক জাকির হোসেন (ভোরের কাগজ),সাহিত্য
সংস্কৃতি ও পত্রিকা সম্পাদক আমিনুর রহমান হৃদয়(আলোকিত
বাংলাদেশ),নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ(তৃতীয়
মাত্রা),সাজেদুর রহমান সাজু(এসেন্স বার্তা) ও সোহরাব
আলী(দিনাজপুরের কাগজ)।