রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার কয়েকটি গ্রামে বিস্তৃত দিগন্ত
মাঠ জুড়ে আবাদ হয়েছে সরিষা চাষ। আর এ সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহে মধুচাষিরা
আসতে শুরু করেছেন। ইতিমধ্যে সরিষা থেকে মৌমাছির সাহায্যে বাংলাদেশের বিখ্যাত
মধু সংগ্রহকারী মধুমতি মৌচাষ প্রকল্পের সদস্যরা এসেছেন। তারা সারা বছরই দেশের
বিভিন্ন জেলায় ঘুরে মধু সংগ্রহ করেন। সরিষা থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহের
কারণে ২০ ভাগ সরিষার ফলন বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন জেলায় মধু সংগ্রহের পর
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামে মধু চাষিরা
আসছেন। গত কয়েকদিন আগে সাতগাঁও গ্রামে মধু সংগ্রহে এসেছেন মধুমতি মৌচাষ
প্রকল্পের সদস্যরা। তারা গত বছর সাতগাঁওয়ের সরিষার জমি থেকে ২ টন মধু সংগ্রহ
করেন!