আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নকল পাওয়ার অভিযোগে ৬ জন এসএসসি
পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার
সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে ৬ জন শিক্ষার্থীকে
বহিষ্কার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসা শিক্ষাবোর্ডের
ইংরেজি দ্বিতীয় পত্র ও কারিগরি ভোকেশনাল বোর্ডের গণিত
পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা চলাকালীন দুপুর ১২টার দিকে
সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে নকল পাওয়ার অভিযোগে ৬
জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়
কেন্দ্রের সচিব মো. হেদায়েতুল্লাহ।
আব্দুল আউয়াল
ঠাকুরগাঁও প্রতিনিধি