মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর ব্যুরো প্রধান:
বুধবার লালপুর উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নাটোর জেলা ক্রীড়া
অফিস এর আয়োজনে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৬ বালক-বালিকাদের
ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ১৫ টি
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। খেলায় বেলায়েত
খান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লালপুর শ্রী সুন্দরী
পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালকদের মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই
স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ
বিদ্যালয়। এসময় উক্ত খেলায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে রুইগাড়ী উচ্চ
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন প্রাং এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা
নির্বাহী অফিসার নজরুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা
ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আরশাদুর রহমান প্রমুখ