মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি:
॥এবার লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পর নীলফামারীর ডিমলায় দুই পা বিশিষ্ট
একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ডিমলা সদর
ইউনিয়নের রামাডাঙ্গা নামক গ্রামের মৃত মাটিয়া মামুদ পুত্র ঝাল মুড়ি
বিক্রেতা আব্দুল জব্বারের (৫৫) বাড়ীর গোয়াল ঘরে বাছুরটির জন্ম হয়। জন্ম নেওয়ার
পর বাছুরটির বেঁচে থাকা নিয়ে সংশয় থাকলেও প্রানী সম্পদ হাসপাতালের
চিকিৎসায় বর্তমানে সুস্থ রয়েছে। দুই পায়ের এই বাছুরটিকে দেখতে আব্দুল
জব্বারের বাড়িতে এখন মানুষের ভিড় লেগেই আছে। তিনি বলেন, গত রবিবার
ডিমলা গরুর হাট হতে একটি সাদা রঙের ৯ মাস ১৫ দিনের গাভ গাভী ৪২ হাজার
টাকায় ক্রয় করেন। সেই গাভীর অস্বাভাবিক বাছুরটির জন্মের পর তিনি অনেকটা
বিস্মিত হন। তার স্ত্রী নূর বানু পাড়া প্রতিবেশীকে জানালে তারা দেখার জন্য
ছুটে আসে। বিষয়টি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা দলে দলে মানুষ
ছুটে আসছে দেখার জন্য। উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারী কম্পাউন্ডার মোঃ
আতাবুল হোসেন বাছুরটি দেখতে ঘটনাস্থলে আসেন।তিনি জানান, জন্মগত
বা জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। ঠিকমতো চিকিৎসা
সেবা দিলে বাছুরটি স্বাভাবিক বাছুরের ন্যায় চলাফেরা করতে পারবে।