শাহীনুর ইসলাম শাহীন, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা :
পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় ফাঁস লাগিয়ে দু’জনের আত্মহত্যা করার খবর পাওয়া
গেছে। জানাগেছে, গত শুক্রবার (৩ ফেব্র“য়ারি) উপজেলার বলরামপুর
ইউনিয়নের রাণীগঞ্জ দোহসুহ গ্রামের বদু বর্মনের ছেলে ৪ সন্তানের
জনক জীতেন্দ্র নাথ বর্মন (৪০) রাতে নিজ গৃহে গলায় ফাঁস লাগিয়ে
আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায়, চার দিন আগে জীতেন্দ্র নাথের
স্ত্রী বোদা উপজেলার একটি ক্লিনিকে সিজার করে পুত্র সন্তান জন্ম
দিয়েছে। সিজারের পর সংশ্লিষ্ট ডাক্তার পাঁচ ব্যাগ রক্ত জোগার করার কথা বললে
জীতেন হতাশ হয়ে পড়েন। পরে এক ব্যাগ রক্ত ম্যানেজ করে দিলেও বাকী রক্ত
জোগার করতে হীমসীম খান। এলাকার কেহ বলছে, স্যাটেলম্যান্ট অফিস
কর্তৃক জীতেনের দুই বিঘা জমি অন্যের নামে পর্চা দেওয়ায় হতাশায়
আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, মানসিক
চাপের কারনে আত্মহত্যা করতে পারে। অপরদিকে গত ৩১ জানুয়ারি উপজেলার
মির্জাপুর ইউনিয়নের নলপুখরী বানিয়াপাড়া গ্রামের জীতেন্দ্র নাথের পুত্র
তিন সন্তানের জনক রবীন্দ্র নাথ (৪৫) সকালে নিজ গৃহে গলায় ফাঁস
লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবার সুত্রে জানাগেছে, রবীন্দ্র নাথ উপজেলার
দলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। রবীন্দ্র নাথ বিভিন্ন এনজিও থেকে
ঋণগ্রস্থ। আর্থিক সংকটের কারনে ঋণের চাপ সহ্য করতে না পেরে শেষ
পযর্ন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অনেকের মন্তব্য। আটোয়ারী
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশের সৎকার করা হয়েছে।#