আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ সম্মেলন হয়।
ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি এবং নবগঠিত কেন্দ্রীয়
কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আল-
আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন, ইশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ
হাসিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ
জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ হোসেন আলী, দ্বীনি
সংগঠন জেলার ছদর হাফেজ মাওলানা মুহাঃ জামাল উদ্দীন।
সম্মেলনে প্রধান অতিথি মুহাম্মাদ হাসিবুল ইসলাম বলেন,
সুশাসন ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে হবে। এজন্য ইসলামী
শাসনতন্ত্রই একমাত্র ভরসা। আর এর জন্য প্রয়োজন আদর্শ ও দক্ষ এক
ঝাক কর্মী বাহিনী। এই কর্মী বাহিনী তৈরীর কাজ করে যাচ্ছে
ইশা ছাত্র আন্দোলন।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০১৬ সালের কমিটি বিলুপ্তি
করেন এবং ২০১৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন
কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ সারাফাত হোসেন, সহ-
সভাপতি মুহাম্মাদ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ
আরিফ বিল্লাহ এর নাম ঘোষনা শেষে শপথ বাক্য পাঠ করানো হয়।