বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রে ঢুকে ছাত্রীকে লাঞ্চিতের ঘটনার চার দিন পর থানায়
মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। রোববার তাকে আটকের পর
সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় বাগাতিপাড়া মডেল
পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ডিগ্রী কলেজ ভেন্যুতে এক পরীক্ষার্থীনিকে বৃহস্পতিবার
সকালে কেন্দ্রে প্রবেশ করে উপজেলার গালিমপুরের হেলাল উদ্দিনের ছেলে রাসেল শারিরীকভাবে
লাঞ্চিত করে চড় থাপ্পড় দিয়ে পালিয়ে যায়। এঘটনার পর থেকে রাসেল পলাতক থাকে। পরে
পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষকের কক্ষে রোববার উভয় পক্ষের
মীমাংসার চেষ্টা করা হয়। সেসময় অভিযুক্ত যুবকসহ তার পক্ষের লোকজন উপস্থিত হলেও ওই
ছাত্রীর পক্ষ থেকে কেউ সেখানে উপস্থিত হয়নি। পরে মীমাংসা ভেস্তে গেলে অভিযুক্ত
রাসেলকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। ওইদিন রাতে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খালিদ
হোসেন লিটনের দেওয়া অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে বাগাতিপাড়া থানা।
কেন্দ্র সচিব খালিদ হোসেন লিটন বলেন, স্থানীয় গণ্যমান্যদের উদ্যোগে মীমাংসার
চেষ্টা করা হয়। কিন্ত ছাত্রীর পক্ষে কেউ সেখানে উপস্থিত হয়নি।
তদন্তকারী কর্মকর্তা এসআই রোস্তম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার
সকালে আটক রাসেলকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।