হেলাল শেখ ,ঢাকা ঃ
ঢাকার নিকটবর্তী আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রাসেল
কর্তৃক ছুরিকাঘাতে একটি বাড়ির ম্যানেজার নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসী হামলায় একই পরিবারের
মা মেয়েসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল আশুলিয়ার বাংলা বাজার এলাকায় সরেজমিনে জানা যায়, বাড়ির মালিক
সড়ক দুর্ঘটনায় তার মাথার খুলি আলাদা হয়ে যায়, সে গুরুতর আহত হয়ে পঙ্গু হয়েছেন। দীর্ঘ দিন গুরুতর
আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। কারো সাথে কথাও বলতে পারেন না সে। এ অবস্থায়, তার নিজের
স্ত্রী আসমা বেগম (৩৫) তার ফুপাতো ভাই বাবলু (৩০)কে তার বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব দেন। এরপর
থেকেই ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রাসেল যখন
বাবলুকে ছুরিকাঘাত করে তখন তার মামাতো বোন ও ভাগ্নি তাকে বাঁচাতে এগিয়ে আসলে তখন
আসমা’র গলায় ছুরিকাঘাত করে রাসেল। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন মেয়ে মেহেরুন (১৪),
তাকেও ছুরিকাঘাত করে। এ সময় তাদের আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও চিল্লানিতে প্রতিবেশি ও স্থানীয়
লোকজন তাদের সহায়তা করতে এগিয়ে আসলে তখন সন্ত্রাসী রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায়
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবলু
ম্যানেজারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে থাকা আহত মেহেরুনের এক চাচাতো ভাই মোহাম্মদ আলী
বলেন, তার চাচির গুরুতর অবস্থা।
এদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মহিলা আসনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য মোছাঃ জোসনা ইসলাম
এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার বকুল হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীগণ ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। ঘটনাস্থলের পাশের বাড়ির ভাড়াটিয়া রাজবাড়ি জেলার মরজিনা বেগম বলেন, গভীর রাতে ওই বাড়িতে
চিল্লা-চিল্লি শোনেই আমি আশে পাশের লোকজনদের ডাকাডাকি করি, এর পর লোকজন আসলে দেখি
মেহেরুন ও তার মা এবং বাবলু ভাই রক্তাক্ত অবস্থায় ফ্লোরে মাটিতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির লোকজন ও
আত্মীয়স্বজন, প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, এ
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে। ঘরের উপরের চালের টিন সরিয়ে খুনি ঘরের ভিতরে
প্রবেশ করেছে। এর পর ঘরে থাকা ব্যক্তিদের ছুরিকাঘাত করে এবং স্বর্ণ ও নগত টাকাসহ মালাল নিতে আসছে
বলে হুমকি দিয়েই মারপিট এর একপর্যায়ে ছুরিকাঘাত হামলা করে পালিয়ে যায়। এ বিষয়ে আহত মেহেরুন
মোহাম্মদ আলীকে জানিয়েছেন রাসেলই তার নেশাখোড় বন্ধুরাসহ এ ঘটনাটি ঘটাতে পারে। তবে
প্রাথমিকভাবে এ ঘটনার রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। আর এর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ
প্রকাশ হয়েছে “আশুলিয়া ক্রাইম জোন এলাকা” হিসাবে পরিনত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। তিনি জানান, এই হত্যাকান্ডের অভিযোগে রাসেলের বাবা মতি ও রাসেলের মা মিনু’কে আটক করা
হয়েছে। জানা গেছে, রাসেলদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ, তারা আশুলিয়ার নসিংহপুর বাংলা বাজার এলাকায়
ভাড়া বাড়িতে বসবাস করতেন। পুলিশ জানান, রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।