নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::
গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের জাপার সাবেক এমপি ডা. আব্দুল কাদের খান
(কর্ণেল অব:)’র বাসভবন থেকে বাড়ির কাজের ছেলে ও ভাগ্নে শামীম মিয়াকে
আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এলাকাবাসি জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম
ছাপড়হাটী খানপাড়া গ্রামের সাবেক এমপি ডা. আব্দুল কাদের খান ( কর্ণেল
অব:)’র বাসভবন থেকে শামীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঐ
বাসভবনে সাবেক এমপির অবস্থান করার সংবাদের ভিত্তিতে আগে থেকেই
গোয়েন্দা পুলিশের একটি দল চারপার্শ্বে অবস্থান করছিল। গোয়েন্দা পুলিশের নজর
দাড়ি টের পেয়ে সাবেক এমপি গাঁ ঢাকা দেন। এরপর তার ভাগ্নে শামীমকে আটক
করে নিয়ে যান গোয়েন্দা পুলিশ। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ
আতিয়ার রহমান জানান, বিষয়টি অবগত নন। এছাড়া কয়েক দফা সাবেক এমপি
ডা. আব্দুল কাদের খান (কর্ণেল অব:)’র সঙ্গে মোবাইল ফোনে যোগযোগ করার
চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।