পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বুধবার ধর্ষিতার
মা জাহেদা বেগম ঐ শিক্ষকের নামে পীরগঞ্জ থানায় এ মামলা করেন।
এলাকাবাসী ও এজাহারের বিবরনে জানা যায়, পীরগঞ্জ মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পৌর শহরের রঘুনাথপুর ঈদগাঁও মাঠ মহল্লায়
ভাড়া বাসায় থাকেন মোজাম্মেল হক। রবিবার দুপুরে খাবার সময়
প্রতিবেশী ভেন চালকের নাবলিকা কন্যাকে মোজাম্মেল বাসায় ডেকে
পানি এনে দিতে বলে এবং জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মোজাম্মেলের
স্ত্রী বাসায় ছিল না। ঘটনা কাউকে না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি
দেখিয়ে দু’ঘন্টা আটক রাখে ঐ নাবলিকা কন্যাকে। পরে তার চিৎকার
চেচামেচিতে স্থানীয় কিছু লোক মোজাম্মেলের বাড়ি থেকে তাকে
উদ্ধার করে ভেন চালক পিতার বাড়িতে পৌছে দেয়। এসময় ভিকটিমের পিতা
ও মাতা কেউ বাড়িতে ছিল না বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, নাবালিকার মায়ের
লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে।