মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ-
নীলফামারীর ডিমলায় ইয়াবা সহ দুইজন গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।আটককৃতদের আজ
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলোঃ- উপজেলা বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা গ্রামের
মকফার হোসেনের ছেলে শাহিনুর ইসলাম(২৮) ও একই এলাকার নকির উদ্দিনের
ছেলে রুহুল আমিন (৩৩)।
পুলিশ সুত্রে জানা গেছে,এসআই ইমাদ উদ্দিন মোহাম্মদ ফিরোজ ও খুরশিদ
আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার গভীর রাতে উপজেলার বালাপাড়া
ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারের চায়ের দোকানে ৬পিচ ইয়াবা সহ উপরোক্ত
দুই যুবক কে গ্রেফতার করেন।
ডিমলা থানার ওসি-মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে
১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
যাহার মামলা নং-(১০)।এবং আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের
মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।