মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের
পাঁচবিবিতে ডিবির এস,আই রিপনের বিরুদ্ধে ফাঁদ পেতে আমিরুল ইসলাম নামের
এক ব্যক্তির কাছ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
আমিরুল উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তরকৃষ্ণপুর গ্রামের মৃত আইমুদ্দিনের ছেলে।
এস,আই রিপনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী সোমাবর বেলা সাড়ে ১১ টার দিকে
জয়পুরহাট ডিবি পুলিশ পরিচয়দানকারী ২ ব্যক্তি আমিরুলকে আটাপাড়া থেকে তুলে
নিয়ে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের ওয়াবদা এলাকায় বাঁশ ঝাড়ে যায়। সেখানে তাকে
হাতকড়া পড়ায়। ডিবির এসআই রিপনের নির্দেশে এক ব্যক্তি কিছু ইয়াবা ট্যাবলেট বের
করে আমিরুলের হাতে দিয়ে ছবি উঠান। আমিরুল ইয়াবা নিতে অস্বীকার করলে তাকে
বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়। ছবি উঠানোর পর এসআই রিপন কামরুজ্জামান
বিপ্লব নামের এক সোর্সের সাথে তাকে মুঠোফোনে কথা বলতে বলেন। বিপ্লব ফোনে
আমিরুলকে জানায় দেড় লক্ষ টাকা দিলে তারা তোমাকে ছেড়ে দিবে। আমিরুল বাধ্য হয়ে
ডিবি সোর্স বিপ্লব ও ফয়সালকে টাকা আনার জন্য তার বাড়িতে পাঠায়। এদিকে
ডিবির এসআই রিপন তাকে নিয়ে জয়পুরহাটের শর্মা হোটেলে অবস্থান করে। বিপ্লব ও
ফয়সাল আমিরুলের শ্যালকের মোটরসাইকেল যোগে ১৫ হাজার টাকা নিয়ে এসআই
রিপনকে দেয়। বাঁকী টাকা এক ঘন্টার মধ্যে দেয়ার জন্য উক্ত মোটরসাইকেল নিজ
হেফাজতে নেয় রিপন। পরে আরো ৩০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলসহ আমিরুলকে
ছেড়ে দেয়। পরের দিন মঙ্গলবার আমিরুল জেলা পুলিশ সুপারকে এঘটনা লিখিত ভাবে
অভিযোগ করেন।এদিকে অভিযোগ করার পর থেকে আমিরুলকে মামলায় ফাঁসানোর হুমকি
দেয়া হচ্ছে। এর প্রতিকার চেয়ে আজ শনিবার পাঁচবিবি পৌর প্রেসক্লাবে এসে
তিনি সাংবাদিক সম্মেলন করেন। ডিবির এসআই রিপনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,
আমাকে ক্লোজ করা হয়েছে ।কি কারনে ক্লোজ করা হয়েছে জানতে চাইলে তিনি এ
প্রতিনিধির সাথে কথা বলতে অস্বীকার করেন। জেলা পুলিশ সুপার রশিদুল হাসান জানান,
লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই রিপনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।