সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা শিগগিরই : মির্জা ফখরুল
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
-
২৫৭
বার পড়া হয়েছে
বাংলার প্রতিদিন ডটকম ঃ
নির্বাচন কমিশনকে সহায়তা করতে সহায়ক সরকারের রূপরেখা শিগগিরই ঘোষণা করবে বিএনপি। জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে ভোলা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র কখনো সফল হবে না।
তিনি আরো বলেন, দেশে এমন নির্বাচন হতে হবে, যেটি হবে জনগণের পছন্দের নির্বাচন। সবার অংশগ্রহণে সঠিক, অবাধ, নিরপেক্ষ হতে হবে। আওয়ামী লীগ মার্কা নির্বাচন হতে পারে না। এ জন্যই খালেদা জিয়া বলেছেন, নির্বাচনকালীন একটি সহায়ক সরকার দরকার।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর