অনলাইন ডেস্কঃ
ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অস্ত্রের মুখে এখন জনগণের ন্যায্য দাবিকে দাবিয়ে রেখেছে এই সরকার।
ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।
সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানিরা যেমন জনগণের মনের ভাষা বুঝতে পারেনি, এখন পারছে না আওয়ামী লীগও।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখনকার শাসকগোষ্ঠী বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে পদদলিত করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে বর্তমান শাসকগোষ্ঠী ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা একই সঙ্গে এই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।’
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনবে বিএনপি।
মওদুদ আহমদ বলেন, ‘এই দিনে আমাদের শপথ নিতে হবে আমরা এই ভাষা আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনাকে আমরা সমুন্নত রাখব এবং সেটা রাখার জন্য আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব। যেকোনো মূল্যে হোক এ দেশের মানুষ, সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়াকে এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’
নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া এ দেশে আগামীতে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এই আলোচনা সভায়।