অনলাইন ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
গত বছরের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মার্শিয়া বার্নিকাট। বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ গণতন্ত্র-মানবাধিকার নিয়ে আলোচনা করেন।
ওই সময় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট গণতন্ত্রের প্রতি অঙ্গীকার করে শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক দলকে মতামত প্রকাশের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মতামত ও ভাবনা জানানোর জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান বার্নিকাট।