অনলাইন ডেস্কঃ
আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা চলে এ বৈঠক। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।
বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো ব্রিফিং করা হয়নি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বোঝাটা আমার দায়িত্ব। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছি। আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলব।’