জয়পুরহাট পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদীতে
চলছে এখন ইরি বোরো ধানের চাষ। প্রবীণরা বলেন, এক সময় এই নদীতে
পানি থই থই করত। ভারতসহ বিভিন্ন অঞ্চল হতে ব্যবসা বাণিজ্যের জন্য বড় বড়
পাল তোলা নৌকা লঞ্চ নিয়ে আসত ব্যবসায়ীরা। এক সময়ের সেই নদী এখন
আর তার পূর্বের অবস্থায় নেই। আজ তার যৌবন আর জৌলুশ হারিয়ে
কৃষকের ধান চাষের ক্ষেত হিসাবে পরিনত হয়েছে। সরকারের পক্ষ থেকেও নেওয়া
হয়নি নদীটির পূর্ণ খনন বা সংস্কারের কাজ। অপরদিকে স্থানীয়রা অভিযোগ
করেন, ভূমিদূস্যরা নদী থেকে বালু তোলার কারনে নদীর দু’পারের আবাদী
জমি ভেঙ্গে নদীটি ভরাট হয়ে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,
আটাপাড়া, বাগজানা, রুপাপুর, নওদা, সমসাবাদ পাঁচবিবি মালঞ্চা
এলাকার কৃষকরা ছোট্ট যমুনা নদীটিতে হাল চাষ করে ইরি-বোরো, লতিরাজ
কচু, মটরশুটি চাষাবাদ করছে। ছোট্ট যমুনা নদীটি পূর্ণ খনন বা সংস্কার
ও ভূমিদূস্যদের বাল উত্তোলন বন্ধ করার দাবী জানান স্থানীরা। এটি করলে ছোট্ট
যমুনা নদীটির নব যৌবন (নাব্যতা) ফিরে আসবে বলে মনে করেন।
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ