রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির
যুবলীগের নেতা-কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া
গেছে। সৃষ্ট ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভোলাকোট ইউপি
যুবলীগের উদ্যেগে রামগঞ্জ সাংবাদিক ইউনিটি কার্যালয় সংবাদ
সন্মেলন করেন। উপজেলা যুবলীগের নেতা জাকির হোসেনের
সভাপতিত্বে সংবাদ সন্মেলনে উপজেলা যুবলীগ নেতা মাহবুব
আলম,সেলিম,আব্দুর রহমান জানান ভোলাকোট ইউপির দেহলা
গ্রামের ইউসুফ আলী গত সোমবার রাতের আধারে একাধিক
কৃষকের ফসলির জমিনের সিমানার বাঁধ কেটে পানি নিয়ে যায়।
এ সময় কৃষকেরা হাতে-নাতে ইউসুফকে আটক করে থাপ্পড়-দিয়ে
ছেড়ে দেয়। ওই ঘটনায় ইউসুফ আলী বুধবার থানায় তাদেরকে
জড়িয়ে থানায় মামলা রুজু করছে।
ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ জানান তুচ্ছ ঘটনায় যুবলীগের
নেতা-কর্মির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা
হয়।
থানার ওসি তোতা মিয়া জানান অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত
মামলা ফের তদন্ত চলছে।