মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর)ঃ
অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের এবং বিজিবি সদস্যদের লক্ষ্য করে অকাত্ত ভাষায় গালি-
গালাজ করায় অলী আহম্মেদ (৩২) এবং রনি আহম্মেদ (২৮) নামে দুই
ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক অলী আহম্মেদ দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার নিমতলা
মোড় এলাকার এ্যাডভোকেট আব্দুল খালেকের ছেলে এবং রনি
আহম্মেদ নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর ইউনিয়নের জয়পুর গ্রামের
মোঃ নুরুল হুদার ছেলে।
২৫ ফেব্রুয়ারী, শনিবার দিবাগত প্রায় মধ্যরাতের দিকে দিনাজপুর
জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ঘাসুড়িয়া
বিজিবি ক্যাম্পের সদস্যরা বাসুপাড়া সীমান্ত এলাকা থেকে
তাদের আটক করে।
ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল
হোসেন জানান, শনিবার মধ্যরাতের দিকে বাসুপাড়া সীমান্তের
মেইন পিলার ২৮৯ সাপ পিলার ২২এস এলাকা থেকে আকাশী কালার
১৩৫ সিসি ডিসকভার মটর সাইকেলসহ তাদের আটক করা হয়েছে।
পরদিন রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিরামপুর থানায় হাজির করে ভারতে
অবৈধ্য অনুপ্রবেশ এবং বিজিবি সদস্যদের সাথে খারাপ আচারন
করায় তাদের নামে মামলা করা হয়েছে। মামলা নং-৩০।
এ বিষয়ে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
কোরবান আলী তাদেরকে আটকের খবর নিশ্চিত করে বলেন, এরা
প্রতিনিয়ত মাদক সেবন করে। মাদক সেবনের জন্যই তারা
বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সীমান্তের ওপারে অনুপ্রবেশ
করতে যাচ্ছিল।