ঢাকা: আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ৪ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই।
সাত অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড সিরিজের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিতদের পাশাপাশি নবাগত ও এবারের প্রিমিয়ার লীগে ভালো রান করেছেন এমনরাও আছেন প্রাথমিক দলে। দীর্ঘদিন পর দলে ফেরার রাস্তা পেয়েছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ সোহরাওয়ার্দী ও রকিবুল হাসান।
এছাড়াও মোহাম্মদ শহীদ, মুকতার আলী, কামরুল ইসলাম রাব্বীদের মতো তরুণরা রয়েছেন দলে। এবারের লীগে চমক দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও রয়েছেন প্রাথমিক দলে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আরাফাত সানি ও তাসকিন আহমেদকেও রাখা রয়েছে দলে।
প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, জুবায়ের হাসেন, মাশরাফি বিন মুর্তজা, মুকতার আলী, কামরুল ইসলাম রাব্বী, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।