অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভালো মানুষ রাজনীতিতে না এলে দেশ চালাবে অসৎ মানুষ। এজন্য সৎ মানুষদের রাজনীতিতে আনার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সেই সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সৎ মানুষ রাজনীতিতে আনতে হবে, তা না হলে এমপি, মন্ত্রী হবে খারাপ মানুষ। আর তাই কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ, উপদেষ্টা সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল কাশেম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমীন।