সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও যাদুঘর) সামনের রাস্তা ও
প্রবেশদ্ধারের দু’পাশের রাস্তা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চাদাঁ
আদায়ের অভিযোগ উঠেছে। এতে নির্বিঘ্ধেসঢ়;ন চলাচল করতে না পারায়
যানজটের কবলে পড়ে নাভিশ্বাস হয়ে পড়েছেন যাদুঘরে আগত
দর্শনার্থীরা। যাদুঘরে রাস্তার সামনের ফুটপাত দখল করে দোকান বসায়
সামনের সড়ক দিয়ে নির্বিঘেœ যান চলাচল করতে পরছেনা। ফলে সৃষ্টি
হচ্ছে তীব্র যানজট। আগত দর্শনার্থীরাও যাদুঘরে প্রবেশের ক্ষেত্রে
প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন।
এলাকাবাসীরা জানান, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের প্রধান
ফটকের পাশের রাস্তা দখল করে অবৈধভাবে দোকান পাট বসিয়ে একটি
অসাধু চক্র চাদাঁ আদায় করছেন। তারা স্থানীয় একটি সংগঠনের নামে
এ দোকান দেওয়ায় কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। যার ফলে যাদুঘরে
বেড়াতে আসা দর্শনার্থীরা নির্বিঘেœ চলাচল করতে গিয়ে
প্রতিনিয়ত বিরম্ভনার স্বীকার হচ্ছেন। এ সড়কে যানজট নিত্য দিনের
সঙ্গী হয়ে দাড়িয়েছে। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেএ জায়গা দখল মুক্ত করলেও একটি প্রভাবশালী সিন্ডিকেট
আর্থিক সুবিধা গ্রহন করছেন বলে অভিযোগ রয়েছে।
এতে করে যাদুঘরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এনিয়ে দর্শনার্থীদের
অভিযোগের শেষ নেই। এছাড়া স্থানীয় প্রশাসনের আইনশৃঙ্খলা সভায়ও
বিষয়টি একাধিকবার আলোচিত হয়েছে। যাদুঘর কর্তৃপক্ষও
পৌরসভাকে কয়েকদফা লিখিত অভিযোগ করেছে। কিন্তু স্থায়ীভাবে এর
কোন সমাধান হয়নি। ছুটির দিনগুলোতে এখানে যানজট নিরসনে
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও
হিমশিম খেতে হয়। যেখানে এমনি যানজটের কারণে দর্শনার্থীদের
বিড়ম্বনা পোহাতে হয় সেখানে নতুন করে ফুটপাত দখল করে দোকান
নির্মান যানজটকে কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে।
দর্শনার্থী রতœা আক্তার ও রাজু ভুইয়া জানান, সোনারগাঁও যাদুঘর দেশ
বিদেশের মানুষের পরিচিত অথচ এখানে প্রধান ফটকের সামনের রাস্তা দখল
করে দোকান বসানোর কারনে আমাদের যানজটের কবলে পড়তে হয়েছে।
এতে ঐতিহাসিক এ স্থানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম
জানান, যাদুঘরের সামনের কোন ফুটপাত আমার নজরে আসেনি।
যাদুঘর কর্তৃপক্ষ আমার কাজে অভিযোগ করলে আমি ব্যবস্থা নিবো।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ বলেন,
সোনারগাঁও যাদুঘর একটি ঐতিহাসিক স্থান। এটাকে যানজটমুক্ত
রাখা সবার দায়িত্ব। ফুটপাত দখল মুক্ত রাখতে তিনি প্রশাসনের
সহযোগিতা কামনা করেছেন।