ম্যানেজার সবুজ হোসেন তাদের সকল কাগজপত্র আছে বললেও প্রশাসনকে কাগজপত্র দেখাতে পারেনি। আটককৃতরা হচ্ছে সবুজ হোসেন (৪০), রুবেল খান (৩২), কাইয়ুম (২৯) ও এমদাদুল হক (৩৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানীর নাম ব্যবহার করে দ্রব্যাদি উৎপাদন ও বিপণন করার দায়ে ৪জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।